Being then ready for commitment, The elemental transformation,Of ceremony does confirm their,Resolution...ProTisruTi


Bangla likhon Poddoti/Bangla Font Installation

আপনি যদি  বাংলা ফন্টে লিখতে চান ---- নিম্নের পদ্ধতী লক্ষ্য করুন 

Firiye dao amar harano ataanaa
immi
Onek khujechi, onek kedechi,
tonno tonno kore, shokal, bikel dhor e,
hariyechi amar 8 ana ti,
priyo chilo bole, e ki?
kokhono bhabini emonti hobe,
tai bujhi bhobitobbo bhobe,
ashotorko kono beshamal muhurte,
nikhoj holo faki diye amake,
Boro boka ami,
tai to 8 ana ti khuje mori,
baki 8 ana je ache,
tar ki goti?
8 ana e to matro ek rotti,
bebak jayni khowa,
tai to asha badi,
khuje jai ami harano 8 ana ti aaj obodhi...
 

বাংলা হরফে রূপান্তর হায়দার 2 দিন 21 ঘন্টা 6 মি 19 সে আগে

ফিরিয়ে দাও আমার হারানো আট আনা    ইম্মি                                                                                                অনেক খুঁজেছি,অনেক কেঁদেছি
তন্ন তন্ন করে,সকাল বিকেল ধরে
হারিয়েছি আমার আট আনা টি
প্রিয় ছিল বলে,এ কি ?
কখনো ভাবিনি এমনটি হবে,
তাই বুঝি ভবিতব্য ভবে,
অসতর্ক কোন বেসামাল মূহুর্তে,
নিখোঁজ হলো ফাঁকি দিয়ে আমাকে,

বড় বোকা আমি,তাইতো আট আনা টি খুঁজে মরি,
তাইতো আট আনা টি খুঁজে মরি,
বাকি আট আনা যে আছে,
তার কি গতি ?
আট আনা তো মাত্র এক রত্তি,

বেবাক যায়নি খোয়া,
তাইতো আশাবাদী,
খুজে যাই আমি হারানো আটা আনাটি আজ অবধি ..............

------------------------------------------------------------
ইম্মি,
আপনার লিখাটা অবিকল বাংলায় প্রতিস্থাপন করার চেষ্টা করলাম মাত্র,ত্রুটি গুলো মার্জনা দৃষ্টিতে দেখবেন,প্লিজ.........

------------------------------------------------------------
আসুন বাংলায় লিখার চর্চা করি
------------------------------------------------------------

বাংলায় লিখার ব্যাপারে নিচের কথা গুলো কিছুটা সহযোগিতায় আসতে পারে বলে মনে করছি,যথাযথ ব্যাবহার করে দেখুন কিছুটা উপকার হলে বা কাজে লাগলে ধন্য হবো।

নিচের লিঙ্কগুলো দিয়ে অতি সহজে বাংলা টাইফ করে লিখতে পারবেন, লিঙ্কটি ক্লিক করলে Avro Key Board লিখা আসবে।
#
https://www.omicronlab.com/avro-keyboard-download.html
#
https://www.omicronlab.com/
#
https://www.omicronlab.com/avro-keyboard.html

#
https://download.cnet.com/Avro-Keyboard/3000-6675_4-10517967.html?part=dl...

#https://www.omicronlab.com/avro-converter.html

 

গ্রীন লিঙ্কে ক্লিক করে ডাউন লোড করে নিতে পারবেন # অভ্র কী বোর্ড # তখন আপনার ইংলিশ কী বোর্ড দিয়েও বাংলায় লিখতে পারবেন। যেমন ধরুন লিখতে চেয়েছেন =বাংলার আনাচে কানাচে যাহাই রয়েছে,সবই হয় রত্ন মোদের মোহনে=টাইফ করবেন ==Banglar anace kanace jahai royeche,sobi hoy rotno moder mohone==অবিকল এই ভাবে ইংলিশ টাইফ করলেই বাংলায় অক্ষর বা শব্দ এসে যাবে।

তা ছারা অভ্র কী বোর্ড ইন্সটল হলে একটা টুল বার দেখা যাবে মোনিটরের ডানে উপরের দিকে ওই টুলবারে মাউস ক্লিক করলে একটা কী বোর্ড আসবে
ওই কী বোর্ড থেকে মাউস দিয়ে ক্লিক করে লিখতে পারা যাবে।

বাংলায় লিখার সময় টুলবার থেকে অবশ্যই বাংলা ফন্ট চয়েজ করে নিতে হবে

উপরের লিঙ্কটি সার্ভার রিজেক্ট করলে নিচের লিঙ্কটি ব্যবহার করতে পারেন

তবে কিছু স্পেছ আছে তা ঠিক করে লিখে নিতে হবে।
http//download.cnet.com/Avro-Keyboard/3000-6675_4-10517967.h t m l

সতর্কতা ---
১-অভ্র ইন্সটল করলে কিছু কিছু ইংলিশ কী নড়েছড়ে বসবে-
যেমন a হবে q / q হবে a ,m হবে ; / ; হবে m , w হবে z / z হবে w , shift plus 2= @
ইত্যাদি ইত্যাদি............

২-মনিটর এর উপরে অভ্র কী বা সফ্ট থেকে এক্সজিট করলে আপনার ইংলিশ কী বোর্ড পূর্বের ন্যায় কাজ করবে .........

-হায়দার
০৪-০৪-২০১০